টেমস নদী
তূয়া নূর
সওদাগরী কতো জাহাজ গেছে ঢেউয়ে ভেসে,
ভিড়েছে বন্দরে সুরাট কালিকটে এসে।
পণ্য ভরে নামলো তারা বণিক ছদ্মবেশে,
মানুষ কী আর পেরে ওঠে দুষ্টু বুদ্ধির সাথে?
কালো মানুষ ধরে আনে শেকল বাঁধা হাতে।
রক্ত ঝরায় ইচ্ছেমতো চোখে লোভের পোকা,
ভেঙে চুরে ঘোলা করে জগৎ জুড়ে ধোঁকা।
একই সূর্য ঘটা করে আজো উঠে পূবে,
নিয়ম করে আঁধার ডেকে পশ্চিমে যায় ডুবে।
ঘোলা পানি উথালপাতাল টেমস নদীটার বাঁকে,
আকাশ ছুঁয়ে বিশাল ঘড়ি চুপচাপ চেয়ে থাকে।
==============
তূয়া নূর
11513 centaur way
Lehigh Acres
FL 33971 USA
Lehigh Acres
FL 33971 USA

Comments
Post a Comment