ঘোর কলি
প্রবোধ কুমার মৃধা
মানব ইতিহাসের কাল
হল প্রায় তিন লক্ষ সাল।
আজ একবিংশ শতাব্দীতে
আধুনিক এই পৃথিবীতে
আদিম-নগ্ন ভোগ-লালসা
প্রবৃত্তি মাঝে যতনে ঠাসা।
শিক্ষা -দীক্ষা সবই অসার
দূর হলনা মনের আঁধার।
মুখোশ মাঝে স্বরূপ ঢেকে
আসল রূপ গোপন রাখে।
ধর্মের ধ্বজা করে ধারণ
চলছে ঈর্ষা অনুশীলন।
বিভেদ র'চে আমরা-ওরা
হাল-ডিজিটাল সভ্য মোরা।
ধার ধারেনা মানবিকতা
বেদবাক্য মানে নেতার কথা।
সব কিছুতেই দলাদলি
রঙ দেখে হয় গলাগলি।
ভ্রাতার বুকে ভয় ধরাতে
হস্ত মেলায় শত্রূর সাথে।
ঢাল-তরোয়াল করে ত্যাগ
বোমা-বারুদে ভরছে ব্যাগ।
অর্থ-বিত্ত-স্বার্থের নেশায়
পদে পদে কাটমানি খায়।
আপাদমস্তক অহং ভরা
ধরাকে মনে করছে সরা।
গতিক দেখে তাইতো বলি
চলছে এখন ঘোর কলি।
____________
(প্রবোধ কুমার মৃধা, পূর্ব গাববেড়িয়া, পো ঢোষা, থানা জয়নগর, জেলা দঃ২৪ পরগণা, পিন ৭৪৩৩৩৭)

Comments
Post a Comment