সোনার সংসার
সফিউল মল্লিক
আধুনিক কবিতা বাবার প্রিয়
মায়ের প্রিয় ছড়া পদ্য,
ঠাকুরদার প্রিয় পল্লীগীতি ভাটিয়ালি
ঠাকুরমার প্রিয় ভাবমাখা গদ্য।
দাদার প্রিয় ছুটিতে ঘোরাঘুরি
মুচকি প্রিয় বৌদির হাসি,
নৃত্য কলা বোনের প্রিয়
ভাইয়ের প্রিয় রাখালিয়া বাঁশি।
দাদুর প্রিয় চাঁদনী রাত
দিদার প্রিয় বাহারি রান্না,
পিসির প্রিয় যাত্রা নাটক
মাসির প্রিয় অভিমানের কান্না।
কাকুর প্রিয় প্রভাতবেলার আকাশ
কাকিমার প্রিয় পূর্ণিমা রাত্রি,
আমার প্রিয় জ্যাকট্রায়সি গাড়ি
এরাবিয়ান শেখা আল্ট্রামর্ডান পাত্রী...
Comments
Post a Comment