চলেছি গাঁয়ে
স্বপন কুমার মৃধা
ঝম ঝম রেলে চলেছি গাঁয়েতে
দেখছি দু চোখ ভরে,
প্রকৃতি সেজেছে রূপেতে মজেছে
খুশিতে ঝরনা ঝরে।
আমের মুকুলে সুবাস ভাসে যে
অলিরা খুশিতে উড়ে,
মধুর আশাতে পাগল পিয়াসে
বসেছে মুকুল জুড়ে।
পাহাড়ের চুড়ে দিগন্ত জুড়ে
সবুজ বনানী ঘেরা,
মন যে উদাসী ফাগুন পিয়াসী
পুলকে গাঁয়ে তে ফেরা।
লিচুর বাগানে ফুটেছে মুকুল
সবুজ বাগিচা ভরা,
রূপে মনোহরা শোভিত যে ধরা
কাননে পাঁপড়ি ঝরা।
আবির ছড়ানো পলাশের ডালে
হোলির গানেতে মাতে,
আবির মাখাবো রঙেতে রাঙাবো
কাজল প্রিয়ার সাথে।
=============
Swapan Kumar Mridha
Vill-Gazole salbona More
P0+PS- Gazole
Dist-Malda
Pin-732124
West Bengal
Comments
Post a Comment