অমানিশা
সৌভিক মুখার্জী
_____________
তোমার মধ্যরাতের টেবিল ল্যাম্পের আলোয় যে একটুকরো প্রেম জ্বলে উঠলো
ওটাকে আগলে রেখো!
নর্দমার পাশে পড়ে থাকা 'অবৈধ সম্পর্কের' প্রসাদের ন্যায় তার সরলতা,
যেন বার বার মনে করায় সেই আদিম সৃষ্টির কথা-
হরপ্পা থেকে হস্তিনাপুর,
মহেঞ্জোদারো থেকে মগধ,
অন্তিম প্রতিটি ফোঁটাই প্রেমের প্রতিরূপ,
এক আদিম চিরসাথী।
তোমার রাতজাগা ঘড়ির শব্দের থেকেও জীবন্ত তার সময়।
স্থূলদেহ থেকে সুক্ষদেহে পর্যবসিত হবার তন্ত্র হলো তার স্পৃহা।
প্রতি মুহূর্তের অপ্রাপ্তিগুলোকে বিদীর্ণ করে শরীরী কামের উর্দ্ধে গিয়ে সে জানান দিচ্ছে,
"আমি আছি,
সৃষ্টির শুরুতে, ধ্বংসের শেষে,
কৃষ্ণগহ্বরের নাভি থেকে নীহারিকার জাজ্বল্যমান মেঘের অতলে,
আমিই আছি।"
================
সৌভিক মুখার্জী
গ্রাম + পোস্ট অফিস - ডিহিভূরসুট
থানা - উদয়নারায়ণপুর
জেলা - হাওড়া
পিন কোড - 712408

Comments
Post a Comment