পুরানোর মর্যাদা
কপিল মন্ডল (ইন্দ্রজিৎ)
পুরানো আমার ভালো লাগে না; কত লোকে যে বলে,
পুরানো ছেড়ে নতুনের দিকে সমাজ ও এগিয়ে চলে ।
পুরানো ঘর, পুরানো নিয়ম, পুরানো ঘর বাড়ি ,
মানুষ চলে যে নতুনের দিকে; এসবের মায়া ছাড়ি ।
পুরানো বাসন, পুরানো বসন, পুরানো আসবাব ছেড়ে,
যাহা কিছু তার ক্ষমতায় আসে, তাহারে আনে যে ঘরে ।
সর্বদা মানুষ খুঁজিয়া বেড়ায় যাহা কিছু পুরাতন ,
বিচ্ছিন্ন করে বহু দিনের স্মৃতি ; সযত্নে আনে নূতন।
যারা সর্বদা নয়া কিছু খোঁজে ; তাহাদের বলি যে আজ,
পুরানোর মাঝে বহু কিছু আছে, যাহা অমূল্য সম্পদ।
পুরানো চাল, পুরানো সম্পর্ক, পুরানো ভিতের মায়া ,
পুরানো প্রেম, পুরানো দিন, পুরানো গান গাওয়া ।
পুরানো সমাজ, পুরানো ঐতিহ্য, পুরানো পরিবারের টানে,
মানুষ এখনও ছুটিয়া আসে; নিজ শিকড়ের পানে ।
সম্পর্কের ভিত ও পুরান হয় স্বার্থের পাল্লায় চেপে,
যখনই তাহা নির্ধারিত হয়, অর্থের কাঠিতে মেপে ।
জীর্ণ বস্তু যেভাবে ফেলে আস্তাকুঁড়ের পাহাড়ে,
অতি প্রিয়জন ; অপ্রয়োজন হয়, চিনিতে পারে না তাহারে ।
পুরানোর আছে অভিজ্ঞতা, পুরানোর আছে বল,
পুরানোর আছে ধী-শক্তি, পুরানোর আছে অনল ।
সংসার সমাজ স্থায়িত্ব পায়; পুরানো হাতের ছোঁয়ায়,
পুরানোই নুতনকে ডাকিয়া এনে নিজের আসনে বসায় ।
পুরানো চায় ; নূতন চলুক তাদের শেখানো পথে,
সংসার যুদ্ধের বড় বড় ঝড়, না আসুক কোন মতে ।
আগামী দিনের রুপালীরেখা পুরানোই বুঝিয়ে দেয়,
যে রেখা তারা এনেছে বয়ে ; ঘাম, রক্তের বিনিময়ে
পুরানোর ত্যাগ বুঝিবে নতুন, সেদিন যখন আসিবে,
কালের নিয়মে আর এক নুতন তাহার জায়গা নিবে ।
নূতনের স্রোতে পুরাতন ভাসিবে, একথা যেমন সত্য।
বহু মর্যাদা পুরানোরও আছে, একথাও শাশ্বত।
কবি বলেছেন- 'কারো শুরু হবে, কারো শেষ আজ হবে'
তাহা বলিয়া, শেষের যাত্রী এমনই অবহেলিত হবে ?
পৃথিবীতে যত পুরান সভ্যতা উঠিয়াছে, মাথা ফুঁড়ে,
দেখিবে তাহার ভিত্তিপ্রস্তর রহিয়াছে পুরান শিকড়ে ।
নূতন পুরানোর সংযোগ এই উজ্জ্বল পরম্পরা ।
সভ্যতা লগ্নের সূচনা থেকেই অবিরত এই ধারা ।
নূতন, পুরাতন মিলে মিশে চালাক, অগ্রগতির ধ্বজা,
শুধুই নুতনকে জায়গা দিতে পুরানো না পাক সাজা ।
পুরানোর গৌরব অক্ষুন্ন থাকুক, শ্রদ্ধা ও সম্মানে ।
বেলাশেষের দিনগুলো কাটুক; আনন্দঘন মনে ।
=====================
কপিল মন্ডল (ইন্দ্রজিৎ)।
সোনারপুর, নওয়াপাড়া, দক্ষিণ 24 পরগনা ।
কপিল মন্ডল (ইন্দ্রজিৎ)।
সোনারপুর, নওয়াপাড়া, দক্ষিণ 24 পরগনা ।

Comments
Post a Comment