মনোজ ঘোষ
কিছু কিছু জিনিস বুঝতে পারে না
গৃহস্থ স্ত্রী পুরুষেরা
উনুনের পাশে দাঁড়িয়ে থাকা
অপরসায়নবাদীরা
সেসবের দিকে ইঙ্গিত করে গেছেন বারবার
দাঁড়কাকেরা লুকিয়ে থাকে
রাত বিরাতে
পিচবোর্ড বাক্সের মধ্যে
চার বছরের শিশুকে শোনা যায়
কোন প্রাচীন ভাষা বলতে
মৃত্যু নিয়ে আমাদের
এভাবে বেঁচে থাকতে
লেগে যায় হাজার বছর
বন্ধুদের বলা প্রত্যেকটা কথা
বোঝাতে পারে বিপরীতটাও
'আমি ঈশ্বরে বিশ্বাসী' প্রত্যেকবার
কায়মনোবাক্যে বললেও
ঈশ্বর ইতিপূর্বে আমাদের
ত্যাগ করেছেন হাজার বার
মায়েরা বারবার নতজানু হয়েছেন
গির্জায় মন্দিরে মসজিদে
চরম বিপদে ডেকেছেন ত্রিদিবেশকে সন্তানদের বাঁচাতে
তাদের সেই প্রার্থনা হয়েছে
প্রত্যাখ্যাত কত লক্ষ বার
শুধু কবিতার জন্য
হারায় যে সব সম্ভার
সুখ-দুঃখের রহস্যে মগ্ন
সে জীবন অনন্ত অপার
===========
মনোজ ঘোষ
৮৮ অক্সিটাউন
সরসুনা
কলকাতা ৭০০০৬১

Comments
Post a Comment