অভিমান
সজল কুমার বসু
অভিমান করব কার ওপর!
অভিমানীনিই যে চলে গেছে
সাথে করে নিয়ে গেছে
অভিমানের নিবিড় নির্যাসটুকুও।
তাইতো হৃদয় চিমড়
মুকুল আসে না ওলি গায় না
দীর্ঘতর হয় শ্বাস
অসীম শূন্যতা দুচোখে
সবার অভিমান আছে, থাকে থাকাটাও স্বাভাবিক
আমারই শুধু নয়।
অভিমান মুছে গেছে তোমার পায়ে পায়ে
যখন উপেক্ষা করতে
একটি কথাও বলতে না
চোখে তোমার অদ্ভুত নীরবতা
যেন ফুল কাঁদছে আড়ালে
পাপড়িতে জমানো ব্যথা
থাক!
সেসব অভিমান কথা।
অভিমান বেঁচে থাক
আমার দীর্ঘ একাকীত্বে
নীরব অশ্রুতে।
===============
সজল কুমার বসু
ডাক - নুতনগঞ্জ দীঘিরপুল
বর্ধমান - 713102

Comments
Post a Comment