হেমন্তের বিষাদ ছুঁয়ে
শক্তিপদ পাঠক
হেমন্তের মিঠে রোদে
ধানকাটা মাঠময় পড়ে থাকে
কিছু কিছু নষ্ট ধান, শামুকের খোল।
মেঠো ইঁদুরের পাল লুকানো ধানের গর্বে
ফুলেফেঁপে মোটাসোটা হয়।
খেজুর গুড়ের লোভে
দৌড়ে আসে দুরন্ত কিশোর।
কুয়াশার মধ্যে দিয়ে
দূর থেকে ছুটে আসে ট্রেন।
ন্যাড়ামাথা শিমুলের গাছে
ছোটো ছোটো কুঁড়ি ধরে,
পাতাঝরা বনে বনে
শীতের বাতাস তোলে ঢেউ।
এইসব অনুসঙ্গ সঙ্গে নিয়ে
মরাঘাসে ছেয়ে থাকা মাঠের উপর
হেঁটে যাচ্ছে অলস বিকেলে
জীবনানন্দের মত কেউ।
===============
Comments
Post a Comment