হার
শান্তনু গুড়িয়া
আমি মৃত্যুজয়ের নেশায়
জীবনের কাছে হেরে গেলাম।
চর্ব্য-চূষ্য-লেহ্য-পেয়'র খোলা আমন্ত্রণে
পিছিয়ে গিয়েছি ভয়ে,
আড়াল থেকে মৃত্যু যেন
কালো পাথরের মতো দিয়েছে হুংকার...
রক্তে চিনি, উচ্চ রক্তচাপের আশঙ্কায়
থেকেছি কাঁটা হয়ে,
শুয়ে-বসে আয়েস-আরামে
কাটাতে পারিনি দিন ---
ঘাম-ঝরানো ওয়ার্ক আউটে
ক্যালোরি ঝরিয়েছি নিয়ম করে।
দুর্ঘটনার ভয়ে ঘরের বাইরে
মেপেজুপে ফেলেছি পা,
সাহস করে সুরার স্রোতে
ভাসাতে পারিনি গা।
দূর দূর করে সরিয়ে দিয়েছি বিলাসব্যসন,
ভোগসুখের সমস্ত উপকরণ।
পাহাড়ে যাইনি, সমুদ্রেও যেতে ভয় ---
মহাশূন্য থেকে ঝাঁপিয়ে পড়েছি দু:স্বপ্নে
জড়িয়ে ধরেছে মৃত্যুভয়।
প্রতিবাদে, প্রতিরোধে হইনি শামিল
পাছে হারাই বেঘোরে প্রাণ ---
নিষ্পৃহ, নিঃসঙ্গ জীবনে পেয়েছি কি কিছু?
মৃত্যুভয় ছাড়ে না কেন যে পিছু !
********************
শান্তনু গুড়িয়া
বেড়াবেড়িয়া, বাগনান, হাওড়া ৭১১৩০৩
Comments
Post a Comment