বৃষ্টি হয়ে যদি আসো...
বাপন মান্না
সবখানে তোমায় দেখি, সকাল থেকে রাত।
তোমার জন্য ভিজতে পারি, বাড়াও যদি হাত ।।
বৃষ্টি হয়ে যদি আসো, আমায় ধরা দিতে।
সর্দি কাশি যাই হোক না, ভিজবো তোমার সাথে।।
সবাই ভাববে একা একা, ভিজছি আমি হায়।
কেউ জানে না আজ আমি, পেলাম যে তোমায়।।
কতদিন চেয়েছি তোমায়, আমার কাছে এসো।
আমার কাছে এসে তুমি, আমার সাথে মেশো।।
কতদিন চেয়েছি শুধু, তোমায় কাছে পেতে।
আজ তুমি নিজেই এলে, আমায় ধরা দিতে।।
আষ্টেপৃষ্ঠে জড়াও তুমি, দিয়ে বাহুর বন্ধন।
আমিও তোমায় রাখবো ধরে, করে আলিঙ্গন।।
তোমার অঙ্গ আমার অঙ্গ হবে একাকার।
আমাদের এই প্রণয়লীলা অজ্ঞাত সবার।।
ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে আমরা যখন রব।
ভেবে দেখো কেমন ভাবে, শিহরিত হব।।
আপন করে পেয়ে তোমায়, হলাম আমি বন্য।
আমার মত বাসতে ভালো, পারবে না কেউ অন্য।।
বৃষ্টি তুমি থাকো সাথে, যেও নাকো দূরে।
ভালোবাসা দিও তুমি আমার জীবন জুড়ে ।।
==============
নাম: বাপন মান্না
গ্রাম+পোস্ট: মহেশপুর
থানা: মগরাহাট
জেলা: দক্ষিণ ২৪ পরগণা
পিন: ৭৪৩৩৫৫
রাজ্য: পশ্চিমবঙ্গ

Comments
Post a Comment