দুটি কবিতা ।। সৌমিত্র উপাধ্যায়
ব্যাধি
শুষ্ক ধমনি শিরঃপীড়া
অস্তমিত নদী তবু অবাক বয়ে যায়
ডুবে আছে চোরাস্রোতে পশ্চাতে তাই
দুর্জয় দুরারোগ্য ব্যাধির প্রভাব
ঘোলাজলে ছটফট করে মাছের পর মাছ
কুসঙ্গে পড়েছে সৃষ্টি তরঙ্গের তাপ
তবে কি দৃষ্টিহীন হয়েছে কুমির,
জলে কি নেই আর সেই নোনাভাব?
দিকে দিকে ছড়ানো মরুর উত্তর
সামনে অপার ঢেউ বৃহৎ যোজনা
নদীকে সামলাবে কী আছে উপায়
অধরা প্রবাহ একমাত্র প্রতিকার
ফিরেও তাকায়নি সেই দিকে
মনের মতো মহৎ হয়নি মোহনা...
__________________
সম্মতি
শরবিদ্ধ হওয়া নয় যোগ্য জবাব
নিষিদ্ধ হয়ে থাকার
দূরের শিশির আগ্রহের সম্মতি
কতটা সহজ সেই তরল
নত হয়, শ্লথ হয়ে আসে
জেগেছিল এতদিন যে আরদ্ধ প্রয়াসে
মোমের আলোয় আজ একা
ক্লান্ত বিব্রত চরম পরাজিত
বুকে ধরে পাললিক মেনে নেয় ত্রাস
অদ্ভুত আকার বিশুদ্ধ বলয়
বাতাসও বিদ্ধ হয় এমন শলাকা..
________________
Soumitra Upadhyay
Shankarpur, Durgapur-713212
Paschim Bardhaman,
Comments
Post a Comment