হৃদয়ের শূন্য কোড
লিপিকা পিঙ্কি দে
মানুষের মনের কোমলতা হারিয়ে আজ আমরা বুদ্ধিমত্তা মাপি ঠাণ্ডা হিসেবের ক্যালকুলেটরে। সম্পর্ক নয়, এখন মুখ্য স্বার্থ; ভালোবাসা নয়, জনপ্রিয়তা। যেখানে মানবিকতা হারিয়ে "স্মার্ট" মানুষ জন্ম নিয়েছে।
এখনকার সময়ে ছাড়তে জানতে হবে — কারণ এখন ভালোবাসা নয়, স্বার্থই স্থায়ী।
একজন সম্পর্ক টানছে, যেটার বাঁধন ভারী লাগছে অপরপক্ষের, সেটাকে আলগা করে দিতে জানতে হয়।
অনুভূতির ভার আজ কারও সময়ের যোগ্য নয়।
অগ্রাহ্য করতে জানতে হবে — অন্যের ব্যথা এখন অপ্রয়োজনীয় ভার। সে তোমার কথায় আচরণে যতই মর্মাহত হোক যতই তার হৃদয় বিদারক হোক।
মিথ্যে ব্যস্ততার অজুহাত বানাতে শিখো, কারণ সময় দিলে মানুষ তোমার অনুভূতিকে তোমার অস্তিত্ব কে সহজলভ্য করে দেয়।
মুখে মিষ্টি ব্যবহার করো, কিন্তু মনে রেখো —
হিংসা, ঈর্ষা, প্রতিযোগিতা না থাকলে তুমি আধুনিক নও।
অন্যের সুখে হাসা এখন বোকামি, শুধু হাসির মুখোশ রাখো মুখে, অন্যের ব্যর্থতায় নীরব আনন্দই আজ "maturity"র লক্ষণ।
নিজের আর্থিক স্বচ্ছলতার সাথে সাথে গড়ে ওঠা অহংকারই তোমাকে গুরুত্বপূর্ণ করে তুলবে,
কারণ আজ বিনয়কে দুর্বলতা ভাবা হয়। পোশাক, খাবার, কথাবার্তা — সবকিছুতেই দাম দেখাও, তবেই সমাজ তোমাকে গন্য করবে।
কেউ তোমার উপকার করলে ভুলে যাও, মূল্য দিলে মনে রেখো না, তবে নিজের স্বার্থের হিসেবটা কিন্তু ভালো করে কষে রেখো।
নিঃস্বার্থতা এখন ব্যর্থতার অন্য নাম,আর স্বার্থপরতা — বুদ্ধিমত্তার প্রতীক।
বেইমানি, ধোঁকাদারি, চুগলিবাজি, মিথ্যে বলা —
এগুলো এখন দোষ নয়, দক্ষতা।
যে যত ভালো অভিনয় জানে,
সে তত দ্রুত এগোয় জীবনের প্রতিযোগিতায়।
তুমি যদি এসব রপ্ত করে ফেলো
ভালোবাসা ভুলে গিয়ে হাসি মুখে বিষ ঢেলে দিতে পারো,
তবে অভিনন্দন!
তুমি এখন "আজকের শ্রেষ্ঠ মানুষ"। কারণ এই যুগে মানবিকতা নয়, ইমেজই পরিচয়।
সত্যিকারের মানুষরা?
তারা হয় উপহাসের পাত্র, নয়তো বিস্মৃত কালের ছায়া। মৃত হৃদয় এর codeless আত্মা।
======================
লিপিকা দে
নরসিংহ প্রসাদ দত্ত রোড
বরানগর, কলকাতা ৭০০০৩৬
Comments
Post a Comment