সঙ্ঘমিত্রা দাস
ছেলেগুলো ভালোবাসে
আঁকিবুঁকি আঁকতে,
চুপিচুপি খালি পায়ে
ভেজা ঘাসে হাঁটতে।
ঝিকমিক সোনা রোদে
চোখ পেতে রাখতে,
টুপটাপ ঢিল ছুড়ে
পাকা বেল পাড়তে।
পুকুরেতে চিত হয়ে
জলে ভেসে থাকতে,
নিঝঝুম বনতলে
গুনগুন গাইতে।
সারাদিন কেটে যায়
মুখ গুঁজে বইতে,
ভারী ব্যাগ পিঠে নিয়ে
ব্যাথা হয় সইতে।
রবিরার একদিন
ছুটি পায় খেলতে,
খিলখিল হেসে মন
চায় ডানা মেলতে।
============
সঙ্ঘমিত্রা দাস
নেতাজী সুভাষ রোড
নব বারাকপুর
কোলকাতা ৭০০১৩১
ফোন/ হোয়াটসঅ্যাপ ৯৮৩০১২৫৩০২

Comments
Post a Comment