হে নারী
অগ্নিমিত্র
মানসী ক্যামেরার সামনে দাঁড়াইলেন । মানে নিজের ফোনের ক্যামেরার সামনে । জিনস্টাগ্রামে নাচিতে হইবে । লেসবুকে নাচিলেও চলিবে । ফলোয়ার বাড়িবে ।.....
ফলোয়ার অনেক হওয়ায় মানসীর বিলক্ষণ দুপয়সা রোজগার হইতেছে । এই নিয়ে বাবা মার সাথে ঝামেলা চলে । ছোট জামা বা খাটো শাড়ি পরে নাচিয়া নাচিয়া মানসী খুশি আছে । আর গীতা বা সঙ্গীতাও তো জিনস্টাগ্রাম বা লেসবুকে রীল বানায় । ইহাই আজকালকার ফ্যাশন ।
একদিন বান্ধবী রীতার ভাই রাজীবের সাথে আলাপ হইলো। রাজীব বলিয়া ওঠে -' আরে আপনি তো.... ..!'
আর কিছু রাজীব না বলিলেও মানসী বুঝিল । চিনিতে পারিল রাজীবকে। পরশু সে তাহার রীলে লভ্ রিয়াক্ট দিয়াছে । ....
কেমন যেন লাগিতে লাগিল । নিজেকে ছোটমনে হইলো । রাজীব তো ভালো ছেলে বলিয়াই শুনিয়াছে। সে রীল দেখে !....
পরক্ষণেই মনে হইলো, সে নিজে ও আরো মেয়েরা রীল বানায় বলিয়াই রাজীবের মতো আরো অনেকে দেখে ।.... রাজীব যদি খারাপ হয় তো সেও খারাপ।
দুদিন পরে বাসস্ট্যান্ডে পুনরায় রাজীবের সহিত দেখা । সে বলিল-' কাল আপনার রীল খুব ভালো হয়েছে । একদম অন্যরকম। শাড়ি আর শালে অন্যরকম লাগছিল আপনাকে।'
সেই দিন মানসী বুঝিল, আসল খুশি কাহাকে বলে ।।
¤৹¤৹¤৹¤৹¤৹¤৹

Comments
Post a Comment