আনন্দ বক্সী
বনের মাঝে ঘুরছিল এক
হাতি মজায় ভাই,
মনের মতো আহার যদি
একটু খুঁজে পাই।
সহসা এক হাতি এসে
বসে মশার গা-য়,
হুল ফুটিয়ে মনের সুখে
রক্ত শুষতে চায়।
হাতি তার সে লম্বা শুঁড়ে
ঝাপটা মারে জোর,
মশা শুধায় আমার প্রতি
নেই কি মায়া তোর?
এমন সময় হাতি হঠাৎ
পড়ে গর্তের মাঝ,
মশারে কয় যে করেই হোক
বাঁচা তুই ভাই আজ।
মশা বলে মোর শরীরে
আছে কি সেই বল?
তুলব তোকে কেমন করে
ভেবে কথা বল।
============
আনন্দ বক্সী, Vill-Beliadanga, P.o-Dakshin Barasat, P.s-Jaynagar, Dist-South 24 Parganas, Pin-743372.

Comments
Post a Comment