জীবন
সিদ্ধার্থ লাহা
প্রজাপতি, প্রজাপতি ওড় না
এমন করে আঁকা বাঁকা পথে,
আপন মনে, পাতায় পাতায়।
এদিক ওদিক -
কত পাতার ফাঁকা ফাঁকা
পাতা মারণ জাল।
যেখানে লুকিয়ে আছে -শমন,
সব রক্ত রস নেবে শুষে ।
ও রঙিন ফুল, মৌ ভরা ঠোঁট,
ভারিবে বুক ফাটা হাহাকার-
নীরব আর্তনাদে।
সৌন্দর্যের পূজারী, আলোর পথিক
বোঝে না অন্ধকারের বীভৎস
সে দিক!
সাবধানে ওড় তবু আলোর পথে,
ওড়াই জীবন-
মধুময় হোক এ জীবন।
==================
Siddhartha Sankar Laha
Type -3/268
HFC Township
Bidhannagar
Durgapur - 12

Comments
Post a Comment