রকমারি ফুল
বিশ্বজীৎ ভাস্কর
কমলা হলুদ রক্ত গাঁদা
গাছের ডগায় ফুটে
গোলাপ জবা সূর্যমুখী
প্রজাপতি ছুটে।
নয়নতারা হাসনাহেনা
শিউলি গন্ধ ভাসে
দিঘী জলে পাপড়ি মেলে
পদ্ম যেনো হাসে।
শাপলা শালুক রজনীগন্ধা
কল্কে ফুলের সারি
কৃষ্ণ চূড়া রাধা চূড়া
টগর রকমারি।
কুমড়োফুল মোরগ মল্লিকা
কাটগোলাপের গন্ধে
জুঁই চামেলী বকুল কেয়া
ডালিয়া নিজ ছন্দে।
কাশফুলেরা ঝোপে ঝাড়ে
কদম গড়াগড়ি
আমের মুকুল শিমুল গাছে
সজনে ফুলের কুঁড়ি।
=============
বিশ্বজীৎ ভাস্কর
B75, ডায়মন্ড পার্ক,
জোকা, কলকাতা, 700104,
Comments
Post a Comment