নিন্দা করে নিন্দুকেরা
দিলীপ কুমার পাত্র
কুৎসা নিন্দা যতই করো
দিই সাগরে ঢেলে
এসব করে কি লাভ তোমার
সুখটা কিবা পেলে?
নিন্দা করে নিন্দুকেরা
স্বভাব তাদের এটা
পরচর্চায় থাকে ডুবে
বুঝতে হবে সেটা।
সততা কে মূলধন করে
ঝাঁপাই শত কাজে
ঈর্ষা ভুলে থাকি সদা
নব রূপের সাজে।
লক্ষ্য থাকুক চোখে মুখে
কর্তব্য থাকুক বুকে
সফলতা আসবে দ্বারে
থাকবো ভীষণ সুখে।
ক্রোধ ও হিংসা থাকবো ভুলে
ভালো সমাজ গড়ি
মানব প্রেমে অন্ধ হয়ে
স্বপ্ন রথে চড়ি।
দিলীপ কুমার পাত্র
গ্রাম+পোষ্ট -চংরা,থানা -ময়না,
জেলা -পূর্ব মেদিনীপুর
পিন নম্বর -৭২১৬২৯
পশ্চিমবঙ্গ ভারত
Comments
Post a Comment