অশোক দাশ
আকাশ আমার ভালোবাসা
মুক্তির গান,
আকাশ আমার অধরা স্বপ্ন
হৃদয়ের কলতান।
শিকড় আমার মাটির গভীরে
সখ্যতার নিবিড় বন্ধনে,
মাথা আমার আকাশ ছুঁয়েছে
ভুলিনি ঘামের গন্ধ মমতার আঁচলে।
শীরদাড়াটা সোজা রেখে
তাকাই ঊর্ধপানে,
বলাকা যায় উড়ে ঝাঁকে ঝাঁকে
নীলাকাশে মেঘের দেশে।
অসীম আকাশে তারা অগনন
আলোর ছবি আঁকে,
দুঃখ -যাতনা, আঁধার-অমানিশা দূর করে
ভালোবাসার গল্প বলে।
================
অশোক দাশ
ভোজান, রসপুর, হাওড়া,পশ্চিমবঙ্গ, ভারত।

Comments
Post a Comment