হাফ ডজন ছড়া
স্বপনকুমার পাহাড়ী
১
এদিথ পিয়াফ
ফরাসী গানের সম্রাজ্ঞী মাদাম এদিথ পিয়াফ
এয়ারপোর্টে বান্ধবীরে করতে গেলেন সী-আফ!
ফেরার পথে হঠাৎ দেখা
আমিও তখন একলা-একা
রেস্তোরাঁতে চায়ের কথায় বলে উঠলেন: জী, হাফ!
২
বুরুট
রোজ বিকেলে আয়েস ক'রে টানেন দামী চুরুট
সঙ্গে কফি, জলখাবারে ফ্রিজের তাজা 'ফুরুট'।
ম্যাডাম যদি থাকেন কাছে
চকাস চুমু বাঁধাই আছে
তার কিছুটা বেশি হলেই বলুক না সে 'বুরুট'!
৩
ভেড়া
এক জীবনে বেলতলাতে ক'বার যাবে ন্যাড়া?
তাই শ্রীমতী বেলতলাতে দিয়েছিলেন বেড়া।
ডিঙিয়ে বেড়া ঢুকলো গোরু
তাইতো আবার হলেন জোরু
সন্ধ্যেবেলা চায়ের সাথে চিবোন সুখে প্যাঁড়া!
গোরু এখন জোরুর কাছে একটি পোষা ভেড়া!
৪
চিঠি
অগ্নিময়ের ভগ্নী তিনি
বিমলবাবুর বিটি
সদ্য বিএল পাশ করেছেন
এমএ-র পিঠোপিঠি।
বাপের বাড়ি থেকে
জানিয়ে একে একে
সবই লিখলেন কর্তাকে তাঁর
হোলো একখান চিঠি।
৫
চৈনিক প্রেম
সিজিয়া মা আর চিজিয়া হে
বর্যায় গেল ভিজিয়া যে!
কিবা এসে যায়
প্রেম দরিয়ায়
ডুবেছে যখন এই দোঁহে
৬
লিটি
বিরলবাবুর বিটি
বিহার থেকে 'নো হাউ' নিয়ে
তৈরি করেন লিটি।
কর্তা চেখে গোঁফের ফাঁকে
হাসেন মিটিমিটি!
------------------------
Swapankumar Pahari
Vill.: Dakshin Paikbar,
P.O.: Dakshin Dauki,
P.S.: Junput Coastal,
Dist.: Purba Medinipur,
PIN--721450.
Comments
Post a Comment