বইমেলা ।। পদ্মাবতী কুন্ডু
আবার এসেছি বইমেলা প্রাঙ্গনে।
মেলা বসেছে চিরচেনা সোহরাওয়ার্দী উদ্যানে।
কত স্টল, কত বই, চলছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন।
কেন যেন কোনকিছুই আকৃষ্ট করছেনা আমায় তেমন।
দু'টো অতৃপ্ত চোখ খুঁজে ফেরে যেন কারে!
জানি, কোনদিনও আর খুঁজে পাবনা তারে।
ফুলের মুকুট পরা কত মেয়ে গল্পে মাতোয়ারা--
বন্ধুর হাত ধরে মেলায় ঘুরছে তারা।
আমারও মনে পড়ছে সোনালী অতীতের কথা,
তোমার হাত ধরে মেলায় ঘুরতাম হেথা হোতা।
শহিদের রক্ত মেখে কৃষ্ণচূড়া কী গভীর লাল!
পলাশ তার শাখা জুড়ে জ্বেলেছে রঙ মশাল।
গাঁদা, সূর্যমুখী, চন্দ্রমল্লিকায় মধুকরের গুন্জরণ।
কোথা থেকে ভেসে আসে কোকিলের কুহুতান।
দু'জনে মিলে বই কেনা,কত আলোচনা---
তার মাঝেই দু'জনার কত স্বপ্নবোনা----
বত্রিশ বছর ধরে খোদিত আছে আমার মনে,
আমার হৃদয়-অরণ্যের গহীন গহনে।
তুমিও কি আমার কথা ভাবো সঙ্গোপনে?
বড় জানতে ইচ্ছে করে, জানিও গোপনে।
বত্রিশ বছর পর জীবনের কি বাকি থাকে কিছু?
স্মৃতি তবু ছাড়ে না তো পিছু।
শত ব্যস্ততার মাঝেও কোন এক ক্ষণে,
ফেলে আসা দিনগুলোর কথা পড়ে যায় মনে।
ক্ষীণদেহী রুপালি চুলের এক রমণী
আজো বসে একা, তোমার প্রতীক্ষায় দিনগুনি।
দেখা হলেও হয়তো পারবেনা চিনতে আমায়।
আমিও পারবো না হয়তো, তবু যদি দেখা হতো এই মেলায়।
=====================
পদ্মাবতী কুন্ডু,
১৩ সি,আরবান দিগন্ত
৬৪ গ্রীন রোড,ঢাকা
Whatsapp: 01308566296
Comments
Post a Comment