সারাদিন অক্লান্ত পরিশ্রম,
পরিশ্রান্ত দেহটা কিছুক্ষণ
ছুটি পেতে চায়।
বালিশে মাথা দিতে ই
কি যেন এক ব্যথা ,
দু চোখের ঘুম কেড়ে নেয়।
শারীরিক কি মানসিক
তা আমার জানা নেই।
এরই মাঝে গতকাল
অকারণ কোলাহলে চোখে ঘুম নেই।
ক্লান্ত অবসন্ন দেহটা নিয়ে
সারাদিনটা শুধু এদিক ওদিক।
এক পশলা বৃষ্টি যেন সমস্ত গ্লানি,
এক নিমেষে ধুয়ে দিয়ে গেলো।
ঝড়ো হাওয়ায় গাছের পাতাগুলি
পথের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ;
একগুচ্ছ পাঁপড়ির মতো ছড়িয়ে গেলো।
দক্ষিণ আকাশে কালো মেঘের ঘনঘটা
এক দমকা বাতাসে মন ছুয়ে গেলো,
সোনালী ধানের ক্ষেতের মাথাগুলিও
চামরের মতন মতো দোলা দিচ্ছে ।
মাটির সোঁদা গন্ধ.................
তখনো বাতাসে বিরাজমান।।
পুকুরের তরঙ্গায়িত বারিকনা
হাওয়ার তালে তালে নাচছে।
দুচোখে অবাক ভরা দৃষ্টিতে ;
সমস্ত অবসন্নতা কে
কখন যেন নীরবে কাটিয়ে ফেললাম।
একফোঁটা বৃষ্টির জল -
গা - য়ে পড়তেই হিমেল পরশ পেলাম।।
হেমন্তের মধ্যরাতে
হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি এলো ;
কর কর শব্দে
কতখানি বজ্রপাত হয়ে গেলো।
সকালে উঠে হালকা শীতল
উত্তরের বায়ু বয়ে চলেছে,
গরম চা - য়ে চুমুক দিতেই ;
পুব আকাশে লাল সূর্য মামা
সবেই উঁকি দিচ্ছেন।
উঁড়ে চলেছে পাখির দল,
আমি একান্তে ছাদের কিনারায় দাঁড়িয়ে
সুনীল আকাশের পানে
অপলকে চেয়ে রইলাম।।
পরিশ্রান্ত দেহটা কিছুক্ষণ
ছুটি পেতে চায়।
বালিশে মাথা দিতে ই
কি যেন এক ব্যথা ,
দু চোখের ঘুম কেড়ে নেয়।
শারীরিক কি মানসিক
তা আমার জানা নেই।
এরই মাঝে গতকাল
অকারণ কোলাহলে চোখে ঘুম নেই।
ক্লান্ত অবসন্ন দেহটা নিয়ে
সারাদিনটা শুধু এদিক ওদিক।
এক পশলা বৃষ্টি যেন সমস্ত গ্লানি,
এক নিমেষে ধুয়ে দিয়ে গেলো।
ঝড়ো হাওয়ায় গাছের পাতাগুলি
পথের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ;
একগুচ্ছ পাঁপড়ির মতো ছড়িয়ে গেলো।
দক্ষিণ আকাশে কালো মেঘের ঘনঘটা
এক দমকা বাতাসে মন ছুয়ে গেলো,
সোনালী ধানের ক্ষেতের মাথাগুলিও
চামরের মতন মতো দোলা দিচ্ছে ।
মাটির সোঁদা গন্ধ.................
তখনো বাতাসে বিরাজমান।।
পুকুরের তরঙ্গায়িত বারিকনা
হাওয়ার তালে তালে নাচছে।
দুচোখে অবাক ভরা দৃষ্টিতে ;
সমস্ত অবসন্নতা কে
কখন যেন নীরবে কাটিয়ে ফেললাম।
একফোঁটা বৃষ্টির জল -
গা - য়ে পড়তেই হিমেল পরশ পেলাম।।
হেমন্তের মধ্যরাতে
হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি এলো ;
কর কর শব্দে
কতখানি বজ্রপাত হয়ে গেলো।
সকালে উঠে হালকা শীতল
উত্তরের বায়ু বয়ে চলেছে,
গরম চা - য়ে চুমুক দিতেই ;
পুব আকাশে লাল সূর্য মামা
সবেই উঁকি দিচ্ছেন।
উঁড়ে চলেছে পাখির দল,
আমি একান্তে ছাদের কিনারায় দাঁড়িয়ে
সুনীল আকাশের পানে
অপলকে চেয়ে রইলাম।।
নাম - অঙ্কিতা পাল (বিশ্বাস )
ভাঙ্গড় দক্ষিণ ২৪ পরগনা
দূরভাষ - ৯৭৪৯৬১৭২২০

Comments
Post a Comment