এ মহামারী রোধে বিনাশই হোক হাতিয়ার
✍️ সুমিতা চৌধুরী
সবাই আজও কালঘুমের নিশ্চিন্ত অবসরে,
কলমও রয়েছে মৃতবৎ, নিরাপদ বোরখা পরে!
ভারত মায়ের আজ শতচ্ছিন্ন বস্ত্র ধূলায় লুটায়,
প্রতি ইঞ্চিতে কামুকের থাবা অজস্র ধর্ষণের দায়ে....
ঐ শোনা যায় দৈববাণী, "নারী সব এবার হও লুপ্ত,
শুধুই বাঁচুক পুরুষ সমাজ, বিকৃত কামে হয়ে পরিতপ্ত।
বিকৃত কামে ছেয়েছে সমাজ, যেন এক মহামারী,
তাই সৃষ্টির আর নেই প্রয়োজন, এবার বিনাশ জরুরী।"
আবার কি ফিরবে জহরব্রত? এবার কি ভারত জুড়ে?
প্রশ্নগুলো চিৎকার করছে আকাশ-পাতাল ফুঁড়ে....
যা কিছু সুন্দর প্রেম-ফুল-শিশু, সব হোক নিশ্চিহ্ন,
বলো বলো পুরুষতন্ত্র তাতেও তোমার মিটবে কি কামের খিদের দৈন্য?
নারীবিহীন পুরুষ সমাজ ভাবনায় আনো এইবার,
দেখি কোথায় ঠাঁই পাও তুমি? কোথায় ঠাঁই পায় তোমার ক্ষমতার এ কারবার?
অভিশাপ সত্যিই আসুক নেমে শুধুই পুরুষ জন্মাবার,
সত্যিই আজ এ মহামারী রোধে বিনাশই হোক হাতিয়ার।।
================
Sumita Choudhury
Liluah, Howrah

Comments
Post a Comment