শব
শুভ বাড়ৈ
যাদবপুর থানা পার করলাম,
আর মিনিট পনেরোর পথ।
আজকের আকাশটা কেমন যেন ঘোলাটে,
কাঁদা জলে ল্যাটা শিঙি খোঁজার মতো।
অপরিচিত এক মেঘ ঢাকা টেনে দিয়েছে পূর্ণ চাঁদে।
আমার গাড়ি ট্রাফিকজ্যামে থেমেছে কয়েকবার,
কানে এসেছে পথচারীর কলবর, গাড়ির তীব্র হর্ণ।
চেষ্টা করেছি। তবে উওর দিতে পারিনি।
এসির কনকনে হাওয়া আমাকে কঠিন থেকে কঠিনতম করে তুলেছে।
গায়ের রঙ ফ্যাকাশে হচ্ছে অনবরত।
হাত পা বেঁকিয়ে আসছে।
পাশে থাকা সুগন্ধি নাক দিয়ে ঢুকে পেটে মোচড় দিচ্ছে।
মনে হচ্ছে বদ্ধ কাঁচ সরিয়ে একটু মুক্ত বাতাস নিই।
আরে...! আমার বা পকেটের নস্যির কৌটটা কোথায়?
বাড়িতে ফেলে এসেছি বোধহয়!
মনে করতে পারছি না তো।
আচ্ছা, আবার যদি বাড়িতে ফিরে যাওয়া যেত,
কেমন হতো!
আজ এই মূহুর্তে আমার যা কিছু সব,
এখন শুধুই শব।
============

Comments
Post a Comment