সেরা ছবি
মানস কুমার সেনগুপ্ত
কিছু পর্বত প্রেমী বন্ধুর উৎসাহে চলেছি কুমায়ুন হিমালয়ের বিখ্যাত পিন্ডারি হিমবাহের পথে পদযাত্রায়। সেই প্রথম হিমালয়ের গহীন পথে পদযাত্রায় যাওয়া। যাত্রাপথে দুরন্ত ডাকুরি পাসের চড়াই অতিক্রম করে প্রায় পঞ্চাশ কিলোমিটার যাত্রা শেষে পৌঁছলাম ফুরকিয়া বনবাংলো। পরদিন ভোর চারটেয় আমাদের গাইড - কাম- পোর্টার লছমন সিং বরফ ঢাকা বিপদসংকুল পথে টর্চ জ্বালিয়ে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল সাত কিলোমিটার দূরে পিন্ডারি হিমবাহের পথে। প্রায় ১২-১৩ হাজার ফুট উচ্চতায় হাঁড় কাপানো ঠান্ডায় লছমনের পিছনে ক্যামেরা নিয়ে আমি। আমার পিছনে আরও পাঁচ বন্ধু সহযাত্রী।
তৎকালীন উত্তর প্রদেশ সরকার থেকে বিজ্ঞাপন দেওয়া হতো -' Pindari A trekker's Paradise '. সেই স্বর্গের পথে চলেছি, মনে এক অদ্ভুত অনুভূতি। চারদিকে একটু একটু করে আলো ফুটছে। সামনে দৃশ্যমান অনেক নামী-অনামী কুড়ি হাজার ফুট অধিক উচ্চতার শৃঙ্গ। অবশেষে পৌঁছে গেলাম সেই স্বর্গীয় ভূমিতে। সামনে দৃশ্যমান ছাঙগোছ শৃঙ্গের গা বেয়ে নেমে আসা অপরূপ পিন্ডারি হিমবাহ। ১৯৮৫ সালে তখন অ্যানালগ বা ফিল্ম নির্ভর ক্যামেরার যুগ। অতিরিক্ত ঠাণ্ডায় হাতের আঙ্গুল প্রায় অসার। তবু ওই দস্তানা পরা হাতে একের পর এক ছবি তুলে সত্যিই এক স্বর্গীয় অনুভবে জারিত হচ্ছিলাম।
আজও পিন্ডারী হিমবাহের সেই স্বর্গীয় রূপের ছবি আমার তোলা 'সেরা ফটো' হয়ে আমাকে নিরন্তর আনন্দ দিয়ে চলেছে।
===============
মানস কুমার সেনগুপ্ত
মানস কুমার সেনগুপ্ত
১৭/৮, আনন্দ মোহন বসু রো
দমদম , কলকাতা ৭০০০৭৪
Comments
Post a Comment