জাসমিনা খাতুন
আজ রাতে আমি গ্যালাক্সির শব্দ শুনতে পেলাম
আমি প্রবাহিত হচ্ছি গ্যালাক্সির জোয়ারে
স্বর্গের গর্ভ থেকে জন্ম নিচ্ছে শব্দ
মন্ত্রমুগ্ধ সেই শব্দ।
জোহান ভলফগ্যাং ফন গ্যোথের লেখা থেকে
বেছে বেছে পাঠ করছেন আইনস্টাইন
পদার্থের ভেতর কবিতা
কবিতার ভেতর অনন্ত সূত্র
আমিও বসে নিঃশব্দে ভাবছি শব্দগুলো নিয়ে।
পথের কাঁটা সত্ত্বেও এই পৃথিবীর জীবন
এই পৃথিবীর উত্তরাধিকার
সবকিছুই কী অসম্ভব ভালোবাসতে জানে !
কী অপরূপ এই ভালোবাসার মর্ম !
হয়তো তুমি সেই ভালোবাসার ঋণে জন্ম নিয়েছিলে
একা বসে অনুভব করছো শব্দগুলিকে।
আজ আকাশ রং ছিটিয়ে বলছে
আমি তারা ভরা আকাশের নিচের আকাশ
এখনো দাঁড়িয়ে আছি পাগলামি ও প্রেমের হাত ধরে
শব্দের একাকিত্বে খুঁজে নেবো আলো।
----------------------------------
জাসমিনা খাতুন।
গ্রাম = হাজারপুর।
পোস্ট = বাঁধখালা।
জেলা = বীরভূম।

Comments
Post a Comment