অপেক্ষার দিনলিপি
শ্যামলী রক্ষিত
দিগন্ত ছুঁয়ে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন বটবৃক্ষ
অস্তমিত সূর্যের লালিমা ছড়ানো কিরণ
নিঃশব্দে রেখে যাচ্ছে অপেক্ষার গাথা,
প্রহর বয়ে যাচ্ছে অনন্ত পদ যাত্রায়
বট বৃক্ষ শাখায় নৈঃশব্দের কলতান
পাখিদের সংরাগ ছুঁয়ে গার্হস্থ্য খাম্বাজ,
অন্ধকারে উড়নি উড়ছে চরাচরভর
তোমার বিনম্র যাপনে উদ্বেলিত সন্ধ্যার আলাপন - - -
সমস্ত দৈনন্দিন আলো আঁধারির সীমায়
বাঁধা থাকছে নির্বিঘ্নে
সংঘর্ষ আর উত্থান -- - -
এই সব ঘেরাটোপ ম্লান হয়ে যাচ্ছে
অপূর্ব এক অপেক্ষায় - - - -
=================
Shyamali Rakshit
4a/4 Jagannath Ghosh Road
Jagannath apartment
Kolkata 42

Comments
Post a Comment