স্বাপ্নিক অমলের ঘুৃম
সঞ্জয় দেওয়ান
নাজুক শরীরে দুরারোগ্য ব্যাধি
বুকের ভেতর স্বপ্নের ওড়াউড়ি।
ঘরের বাইরে কবিরাজের বারণ
কল্পনায় ভেসে যাই ক্রোঞ্চদ্বীপ
ঘুরে বেড়াই অহর্নিশ
নিঃশব্দে বসি ডুমুর গাছের তলায়
ঝরনায় মুছি ক্লান্তির দাগ।
ইচ্ছে করে ডাক হরকরা হই, কাঠবিড়ালি হই,
প্রহরীর সাথে ঘন্টা বাজাই,
ফুলওয়ালিকে ফুল পেড়ে দেই।
ফকিরের আশ্বাস স্বপ্ন দেখায়
রাতের তারা করে উন্মনা।
বীরের মতো আসে রাজবৈদ্য
নিভিয়ে দেয় প্রদীপের আলো
আমার ঘুম আসে, আসে ঘুম,
ঘুমিয়ে যাই, মিলিয়ে যাই—
সীমা থেকে অসীমে !
================
সঞ্জয় দেওয়ান, তেলিরমোড়, হাইমচর, চাঁদপুর।

Comments
Post a Comment