ফেরিওয়ালা
বিবেক পাল
বৃষ্টির পর রোদ ঝলমলে এই শহর।
হৃদয়ের জানালায় ঢুকে পড়ে
চুপিসারে দক্ষিণা বাতাস,
বসন্ত নেই বুঝি দূরে !
দুঃখের কথাগুলো মিশে অশ্রুজলে
ভরসা দেখি ঝলমলে রোদ—
আর নিবিড় ঘন চোখের তারায়।
স্নেহচ্ছায়ায় বেড়ে যায় বিশ্বাস এ'পথচলায়।
অথচ উষ্ণতাবিহীন
নুন আনতে পান্তা ফুরানো ঘরে
বসন্ত নয় কড়া নাড়ে অবহেলা
ভিজে অনন্ত-বেলা নোনা ঘামে ।
---------------------------------------
বিবেক পাল
২৯/জীবনানন্দ দাশ সরণি
রবীন্দ্র নগর , শিলিগুড়ি
ডাকঘর--রবীন্দ্র সরণি, শিলিগুড়ি
পিনকোড---৭৩৪০০৬
জেলা---দার্জিলিং । পশ্চিমবঙ্গ
-------------------------------------
Comments
Post a Comment