আমি কবি নই
মো:বিপুল রহমান
আমি কবি নই,
আমি শুধু প্রকৃতির অন্যায়ের কান্না শুনেছি,
আকাশ ভেঙে পড়লে বুকের ভেতর বজ্র জমেছে,
নদী শুকিয়ে গেলে চোখে ঝরেছে বৃষ্টির ফোঁটা।
আমি কবি নই,
আমি সমাজের অবিচার দেখে কলম তুলেছি,
অন্যায়ের দেওয়ালে আঘাত করেছি শব্দ দিয়ে,
ধ্বংস করেছি মিথ্যের মসনদ আমার নিঃশব্দ চিৎকারে।
আমি কবি নই,
আমি শুধু আমার দুঃখকে কাগজে ছুঁয়ে দিয়েছি,
জীবনের তপ্ত অঙ্গারকে অক্ষরে রূপ দিয়েছি,
ভালোবাসা আর বেদনার মিশ্রণে লিখেছি আমার হৃদয়ের গোপন গান।
আমি কবি নই,
আমি এক অতিসাধারণ সাহিত্য অনুরাগী,
আমি এক পাঠক-যে পড়তে পড়তে শিখেছে বাঁচতে,
যে পাঠক হয়েই লিখতে চায় নিজের অন্তরের সব জ্বালা,
নিজের প্রেম, নিজের ক্ষত, নিজের রক্তিম স্বপ্ন।
আমি কবি নই,
আমি শুধু কলম ধার করেছি সত্যের জন্য,
আমি শুধু লিখেছি হৃদয়ের তীব্র আর্তনাদ,
আমি শুধু পাঠক হয়ে রয়ে গেছি,
তবু শব্দেরা আমাকে টেনে নিয়ে যায় কবিতার ভেতরেই।
==================
মো: বিপুল রহমান,
গ্রাম - ফুলবাড়ি, থানা - ভাঙ্গড়, জেলা - দক্ষিণ ২৪ পরগনা, পিন কোড - 743502।

Comments
Post a Comment