দুটি কবিতা ।। সুশান্ত সেন
১ বারণ
বারণ করলে শুনছে কে
বাতাসের রং পাল্টে পাল্টে
নীলিমার নবতর সংস্করণ এখন
প্রেক্ষাপটে বিদ্যমান।
প্রভাত ভ্রমণ রত সঙ্গী বলে উঠলেন
আজকাল ভালো কথা
কেউ শুনতে চায় না
আসুন আমরা পরস্পর দুঃখ বিনিময় করি।
এখন মুঠোফোনে আয়ত্ত
দুনিয়ার ঝকমারি,
সেখানে বারণ নেই
সেখানে অবাধ বিচরণ -
চব্বিশ ঘণ্টাই।
২. মৃতদেহ
পেছনের পর্দা টানা আছে
এখন মৃতদেহ দেখতে পাবেন না
এখন সাধু সাধু মুখে
সহবস্থান।
কিছু পেতে গেলে এখন
মনিপুর চলে যাওয়াই বিধেহ
কারণ ওখানে পাহাড়ের ঢাল আছে
যেখানে স্বচ্ছন্দে আপনি
লুকোচুরি খেলতে পারবেন।
ওখানে উঠ নেই,
ওখানে কাটা গাছ তাই
বেড়ে চলেছে অবিশ্রাম।
=============
সুশান্ত সেন
৩২বি, শরৎ বোস রোড কলিকাতা,৭০০০২০

Comments
Post a Comment