মহুয়া হুই
বেহেমিয়ান জীবনের ডাকে
ঘর ছেড়েছিলাম,
তারপর ঘুরেছি কত
উপকথা থেকে রূপকথায়,
যুগ থেকে যুগান্তরে।
তবুও পাইনি আগুন পাখির
পালক,পাইনি নীলকন্ঠের
শিষতান, পাইনি একঝাঁক
ডাকাতিয়া রোদ্দুরের মাঝে
সেই দুটো ভিজে, নীলাভ, শান্ত
চোখ। যার পাতায় অপরাজিতা
আর তারায় কনকলতার
নীল নঁকশা। যার ইশারায়
রডোডেনড্রনের উজ্জ্বল
হাতছানি।
পাইনি আমি কিছুই, তবুও
আজও গন্ধরাজের গন্ধ আর
ইমনের সুর যখন স্বর্গ নামিয়ে
আনে আমি সন্ধান করি
সবুজ নালিঘাসের বনে
চপলা ঘাসফড়িং -এর।
============
মহুয়া হুই
গ্রাম+ডাক-খন্যান
জেলা-হুগলী
পিন-৭১২১৪৭

Comments
Post a Comment