জ্যান্ত ভূতের গপ্পো
পার্থ সারথি চট্টোপাধ্যায়
মানুষ মরে-ভূত হয় জানি
মরলে-শ্রাদ্ধ শান্তি,
ভূতের নামে-জগৎজুড়ে
মনেতে-ভুলভ্রান্তি।
কর্মফলে-যার যেথা ঠাই
স্বর্গ কিংবা নরক,
কেউ আবার-মায়ার টানে
আঁকড়ে থাকে সড়ক।
ভালো ভূতের-মন্দ ভূতের
গল্প-অনেক শুনি,
কায়াহীনের-মায়াহীনের
হাজারো-জাল বুনি।
জ্যান্ত ভূতের-গল্প শোনাই
ভয়াল-ভয়ংকর,
দিনে-রাতে, আতঙ্ক যার
ভয়েতে-থরথর।
ওরা-দিন দুপুরে,মানুষ মারে
ভদ্র-মুখোশ খানা,
রাতের বেলা-পানশালাতে
দেয়-সদলে হানা।
ছল-চাতুরি, লাঞ্ছনা আর
মিথ্যে-তোলাবাজি,
ভুতের- চেয়েও ভয়ংকর
হাজারো-কারসাজি।
জ্যান্ত ভূতের-সভ্য-সমাজ
আজকে-রসাতলে,
ভূতের ছড়া-লিখতে বসে
দু'চোখ-চোখের জলে।
*+*+*+*+*+*+*+*+*+*+
পার্থ সারথি চট্টোপাধ্যায়।
৭৯,শান্তিনগর,পো:-রহড়া।
উত্তর ২৪ পরগণা,৭০০১১৮।

Comments
Post a Comment