ধারা
লালন চাঁদ
গভীর রাত
পাল্টে যাচ্ছে হাওয়া
ভোরের কণ্ঠে বাউল লালন
ভূগোলের দেশে জন্ম নিচ্ছে ভুখাপেটা মানুষ।
শঙ্খদীপে ভাসে গোধূলি
নিভে যায় সাঁঝের মফস্বল
কবিতার দুঠোঁট জুড়ে অনন্ত তৃষা
কে যেনো লিখে রাখে আমাদের নিরন্ন সংলাপ।
শরীরের গর্ভে আর এক শরীর
জীবন বড়ো একা
তবু সারা জীবন খুঁজি সঙ্গী অনাদি জীবন ধারা।
ছদ্মবেশী মানুষ
চেনা যায় না কোনটা মুখ কোনটা মুখোশ
আজও মুখের গ্রাস কেড়ে খায়
আমাদের পালতোলা জাহাজের ক্ষুধার্ত নাবিক।
কথার ভেতর কথা রাখি
হৃদয়ে তুলে রাখি পোয়াতি দুপুর
দড়ির আলনায় ঝোলে হাজারো ভুখাপেট
বুকের মাঝে জ্বলে ওঠে
নেভানো আগুন কখনো নিঃশব্দ বিপ্লবী ভাবনা।
-----------------------------
লালন চাঁদ
গ্রাম + পোস্ট = কুমারগঞ্জ।
জেলা = দক্ষিণ দিনাজপুর।

Comments
Post a Comment