হঠাৎ প্রেম
কাজল মৈত্র
হঠাৎ করে কেউ কেউ প্রেমে পড়ে
তখন স্তব্ধ হয়ে যায় সময়
হৃদয়ে বয়ে যায় ফল্গু নদীর শ্বাস
সূর্য ওঠা দেখে নিজের ভেতরে।
অক্লেশে আটকিয়ে রাখে প্রেম
আশেপাশের পৃথিবী
রাত ভাঙ্গা চাঁদ
সব পড়ে থাকে এক কোণে
প্রতীক্ষায় জেগে ওঠে নেশা
কেড়ে নেয় তার সবটুকু ইচ্ছা
হারিয়ে যায় রাত ঘুম
জড়িয়ে ধরে নিজের হৃদয়
অথচ প্রেম কাউকে পুষ্টি দেয় না
প্রেম কাউকে অর্থও দেয় না
তবুও পৃথিবীর প্রতিটা মানুষ
একবার না একবার প্রেমে পড়তে চায় ।
====================
Mr. Kajal Maitra
Sitalatala
Po. Ranaghat
Nadia
741201

Comments
Post a Comment