দৃষ্টিগত
শামীম নওরোজ
ফল ও ফুলের রাজ্যে কয়েকটি প্রজাপতি একে অপরের শত্রু।
একটি ডাল বাঁকাতে বাঁকাতে আর বাঁকাতে পারছে না।
একটি ফল পাকতে পাকতে নিজেই ফেটে পড়ছে।
অনুভূতি অনুভূত হয় দাঁড়ের শব্দে।
নৌকার উপর স্রোতের পালক।
সাগরের জলে জাহাজের অশান্ত জীবন-যাপন।
নদীতে মাঝির ইচ্ছায় নৌকাটি স্থির।
মূলত, কিছুই সত্য নয়;
সত্য কয়েকটি প্রজাপতি, যারা একে অপরের শত্রু।
----------
শামীম নওরোজ
ঝর্ণা ভিলা,
বাড়ি নং : ২৭,
সাদাতিয়া সড়ক,
পাগলা কানাই,
ঝিনাইদহ : ৭৩০০
বাংলাদেশ।

Comments
Post a Comment