থাক
দেবব্রত সাহা
থাক, ওটুকু আবৃত থাক
তবেই তো আসবে নিশি ডাক,
ও স্তনযুগলই তো তোমার অলংকার
যৌবনের উদ্ধত অহংকার।
পিনোন্নত বক্ষ আবরণী
তোমারে করেছে মনোহারিণী,
রমণীয় রূপ প্রস্ফুটিত স্নিগ্ধ
প্রথম কদম ফুলের ন্যায় অপাপবিদ্ধ।
তোমার শরীরী ভঙ্গিমা
প্রকৃতি প্রেরিত দেবদত্ত নাগমা,
পুরুষ মনোমুগ্ধ আদি অন্তকাল হতে
ভারবহ চলেছ সৃষ্টি জগতে।
শরতের নির্মল নীল আকাশে
যেমন জলভারহীন মেঘ ভাসে
তেমনই তোমার শরীর উপত্যকায়
রচিত হয়ে চলেছে কাব্যিক অধ্যায়।
সাহিত্য চারুকলা ভাস্কর্য্য
গুণমুগ্ধ লয়ে তোমার শরীরী ঐশ্বর্য্য,
দেহাঙ্গনের চড়াই উতরাই
থাক ছায়াবৃতা নিভৃত নিরালায়।।
==================
DEBABRATA SAHA
COLLEGE PARA
CHANDURIA SHIMURALI NADIA
PIN 741248

Comments
Post a Comment