অন্যের ব্যথায় ব্যথি
জগদীশ মণ্ডল
এই জীবনে কত কিছু
আপদ বিপদ আসে,
একটু সুখের আশায় কেউ বা
দোদুল দোলায় ভাসে।
দুঃখ কষ্ট সয়ে সয়ে
সময় কাটে কত,
কারও আছে অঢেল সম্পদ
সচ্ছল অবিরত।
কারও কাপড় ছেঁড়া কোথায়
ভালো যাবে পাওয়া,
অট্টালিকায় পালঙ্ক খাট
কারও খড়ে ছাওয়া।
চাওয়া যায় তো অনেক কিছু
কর্ম দিয়ে আঁকো,
ভালো কাজের খুশি দিয়ে
আনন্দেতে থাকো।
যা পেয়েছি সেটুক নিয়ে
তৃপ্তি করে কাটাই,
অন্যের ব্যথায় ব্যথি হওয়ার
মতো সুখী তো নাই।
***********************
জগদীশ মন্ডল।। নতুন পুকুর রোড। চড়কডাঙা। পোস্ট::বারাসাত। কলকাতা::700124.

Comments
Post a Comment