অচেনা স্মৃতিরা
সুপ্রিয় ঘোড়াই
ফিরে আসে বৃষ্টি, নীরব রাতভর,
গোপন জানালার ধারে
হুঁশে আসে অভিশপ্ত স্বপ্ন, ভাঙা ঘোর।
যারা রেখে গেছে ফিসফিসে স্মৃতি,
চুপচাপ পথে পথে—
আমিও কখনো চিনতে পারি না,
তাদের চোখের ক্ষতকে।
তুমি কী ছিলে তাদেরও?
অলক্ষ্য কোনো সাথি?
যারা হারাতে হারাতে
বুকেই বয়ে রাখে ব্যথা, নামহীন ব্যথার রাতি।
কত কথা লেখা হয়নি,
মুছে গেছে নীরবে, চুপে—
একটু রোদ, ফুরোনো চা,
আর দুটো নিঃশ্বাস ছিল
অজানা কোনো প্রাক্তনের রূপে।
===============
নাম :- সুপ্রিয় ঘোড়াই
গ্রাম :- সাওরবেড়িয়া জলপাই
পোষ্ট :- মতিলালচক
থানা :- নন্দকুমার
জেলা :- পূর্ব মেদিনীপুর
পিন :-721652

Comments
Post a Comment