মুখড়া
অর্ণব সামন্ত
মুখড়া তৈরী হতে মুখশ্রী ও মুখোশ দুই লাগে
মুখশ্রী সুন্দরী বা কুৎসিত হোক সেটা কোনো ব্যাপার না
মুখোশ ভীতিপ্রদ বা হাস্যকর কিনা জানার দরকার নেই
মন মন তোমার শরীর নেই , মনের মতন শরীর নেই
যে শরীরে ফুটে উঠবে তোমার মনের ইচ্ছা কামনাবাসনার প্রতিফলন
তারার কোমল গান্ধার ছুঁয়ে আর্তনাদ বা সোচ্চার প্রতিবাদ বেরোবে
হলুদ আঁধারে বসে থাকবে রেমব্রান্ট চোখ
সেজানের সাত স্তর খুঁড়ে খুঁড়েও মন পাওয়া যাবে না
একবার শুরু হলে তার শেষ হবে
কিন্তু যদি শুরু বা মুখড়া তৈরী না হয়
তবে গানটি গর্ভাবস্থায় থেকে সদ্যোজাতের আগের অবস্থায় থাকবে
অথবা আকাশে ভেসে বেড়াবে সাদা মেঘের মতন
পদার্পণ করবে না অন্ধকার পরবর্তী আলোয়
কিংবা শিমূল বীজের মতন সারা জীবন ভেসে বেড়াবে
এইভাবে তার নাগালের জন্যে হন্যে হয়ে ঘুরতে ঘুরতে
অনুসন্ধানকারীদের জীবন সহজ সরল গান হয়ে যাবে !
**********************************************
ARNAB SAMANTA
Gorkhara , Langalpara
Near Milan Sangha Club Field ( East Side)
P.O. + P.S. -- SONARPUR
SOUTH 24 Pgs
Kol - 150
Pin - 700150
Comments
Post a Comment