নবপ্রভাত প্রকাশনীর হাত ধরে কথাকাহিনি অনলাইন ম্যাগাজিনের উদ্যোগে প্রথম মুদ্রিত অণুগল্প সংকলন প্রকাশিত হতে চলেছে। আজিই পাঠিয়ে দিন আপনার সেরা অণুগল্পটি। বিস্তারিত জানতে আমাদের বিজ্ঞাপন দেখুন। অথবা নীচের নম্বরে যোগাযোগ করুন। শব্দ সংখ্যা - কমবেশি - ৩৫০ লেখা পাঠানোর শেষ তারিখ - ০৩/১১/২৪ প্রকাশ ঃ আগামী ১৫ নভেম্বর ২০২৪ শিয়ালদা কৃষ্ণপদ মেমোরিয়াল হলে, নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে। মেইল করুন kathaakaahini@gmail.com অথবা w,app -এ পাঠান ৮৩৩৫৮৪৮৮১৪ এই নম্বরে। আর মাত্র কয়েকটি লেখা নেওয়া হবে। ==========
।। ভ্রমণকাহিনি।। কংক্রিটের ঘেরাটোপে যন্ত্রচালিতের মত নির্বিকার দিনগত পাপক্ষয়। ব্যস্ততার দুরন্ত গতিতে একই কক্ষপথে নিরন্তর আবর্তমান গতানুগতিক প্রাত্যহিকতা। ছকেবাঁধা জীবনসংগ্রামের বৈচিত্র্যহীনতায় বিবর্ণ ভাবনায় গভীর অবসাদের দীর্ঘ ছায়াপাত। চেতনায় বেঁচে থাকার ঝিমমারা অনুভব। একঝলক টাটকা বাতাসের জন্য ক্লিষ্ট প্রাণের হাঁকুপাঁকু ব্যাকুলতা। তবু গড়িয়ে চলে জীবন। মনের রুদ্ধদুয়ারে ঠকঠক কড়াঘাত। কে গো তুমি? আমি গো আমি। ভিতরের বাউল-মানুষটা সাড়া দেয়। চলো গো ঘুরে আসি। কোথায়? আরে ওই যে যেখানে ---- যেখানে অচেনা আকাশ। অজানা পথ। অদেখা মানুষ। অননুভূত চারপাশ। যেখানে নিসর্গের কাব্যময়তায় প্রাণে জাগে আপনভােলা আবেগ। অনুভবে চুম্বন এঁকে যায় --- বেঁচে থাকার কতই না সুখ! ওই বাউল মানুষটাকে তখন বড় আপন মনে হয়। হাত বাড়িয়ে তার হাত ধরি। বলি, চলো গো তোমার সাথে ঘুরে আসি আবারো দূরে কোথাও, অনেক দূরে। আজো ওই বাউল-মানুষটাই ভরসা। ওর হাত ধরেই চার-দেওয়ালের বাইরে বেরিয়ে এই জগৎটাকে এখানেওখানে ছুঁয়েছুঁয়ে দেখি। এমনি ছুঁয়েদেখার যে অভিজ্ঞতার কথা এখন বলবো ---- তা' অনেকটাই পুরনো কিন্তু আমার কা...