কবিতা ।। কালবৈশাখী ঝড় ।। দিলীপ কুমার (অভিমন্যু) - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

কবিতা ।। কালবৈশাখী ঝড় ।। দিলীপ কুমার (অভিমন্যু)

কালবৈশাখী ঝড়

দিলীপ কুমার (অভিমন্যু )


হঠাৎ বৈশাখের বিকেল বেলা 
 কালো মেঘের ঘনঘটা।
 হারিয়ে গেল আলোর ছটা,
 আঁধারে ঢাকল পৃথিবী গোটা।

 ঈশান কোণে বাদ্দি বাজে
 গুর গুর গুরুম গুরুম।
 মেঘের ফাঁকে আলোর ঝলক
 দেখে প্রাণটায় ভয় ধরে। 

  ধবল বক চলছে উড়ে 
 দলে দলে সারে সারে।
 ডানায় ঝাপট মারছে জোরে
 ঝড়ের আগে ফিরতে নীড়ে।
 
এলো ধেয়ে কোথা থেকে
 হঠাৎ দমকা হওয়ার ঝোঁকা।
 উড়ছে শুকনো গাছের ঝরা পাতা  
 উড়ন্ত ধুলোয় পথঘাট ঢাকা।

 কালবৈশাখী ঝড় এলো ধেয়ে
 পাথর বৃষ্টি সঙ্গে নিয়ে।
 মুক্তোর মত ঝরছে পাথর 
 ঝরঝর করে আকাশ হতে।

দুমড়ে মুচড়ে পড়ছে ভেঙ্গে 
গাছগুলো সব মাটির 'পরে।
 নুইয়ে নুইয়ে পড়ছে কতক
 কালবৈশাখী ঝড়ের তোড়ে।

     ===========

দিলীপ কুমার
গ্রাম-দক্ষিণ কাটুলিয়া, কালীরহাট, ধূপগুড়ি, জলপাইগুড়ি,পিন-৭৩৫২১০

No comments:

Post a Comment