আমার বেলা
প্রতীক মিত্র
নিয়ম ভেঙে চলেছি আমিও তো!
স্বাধীনতার আলো-আঁধারে কি আদুরে পরাধীন রঙে রঙীন।
যখন ঘুমোনোর নয় তখন ঘুমোই।
ঘুমোনোর সময় জেগে।
শহরে ক্রমে দুর্লভ যেমন চড়ুই
তেমনই দুর্লভ আমার সৃজনশীলতা।
আয়না দেখলে মাঝে মাঝেই উঠছি রেগে।
একটা-দুটো-অগুন্তি দ্বিধার সাথে সখ্যতা।
আমি থাকলেও আসলে যেন ঠিক নেই।
দৃঢ়তার পথে সস্তা ভবঘুরেই।
আমার হাসবার অজুহাত চাই
আপোষের বেলা চৌকাঠ হলেই পার।
যেসব স্বপ্ন সেতু বানিয়ে দৌড় করাতো
তারা নিয়মিত
হচ্ছে জবাই।
সারমর্মটা যেটা দাঁড়িয়েছে তা হল সঙ্গীন;
তবু দিন যাপনের সাথে রেখে চলেছি সৌজন্যতা
যদি সুযোগ আসে নৌকাকে ডাঙায় ফেরাবার?
===================
প্রতীক মিত্র, কোন্নগর,পশ্চিমবঙ্গ

Comments
Post a Comment