বৃষ্টি বিষয়ক দুটি ছড়া ।। বদরুল বোরহান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

বৃষ্টি বিষয়ক দুটি ছড়া ।। বদরুল বোরহান

বৃষ্টি বিষয়ক দুটি ছড়া ।। বদরুল বোরহান


বৃষ্টি ছুঁয়ে দেখা  


বৃষ্টি ছুঁয়ে দেখতে কেমন লাগে?
মনের ভেতর ভেজার ইচ্ছে জাগে।
মেঘবালিকা বৃষ্টি হয়ে নামে,
দুষ্টু বালক বৃষ্টি ভিজে থামে।

পথ ও ঘাট সব কাদায় মাখামাখি, 
বৃষ্টি ভেজা মনটা কোথায় রাখি?
বৃষ্টি এলে মন খুশিতে নাচে,
ঠান্ডা লেগে নাকটা কেবল হাঁচে।

বৃষ্টি ছুঁয়ে ভিজতে লাগে ভালো,
বৃষ্টি ফোঁটা ছলকে জ্বালায় আলো।


বৃষ্টির সুর


বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে 
বৃষ্টি পড়ে মিষ্টি সুরে,
মনটা তখন যায় হারিয়ে
অনেক দূরে, অনেক দূরে।

বৃষ্টি পড়ে টাপুর টুপুর 
বৃষ্টি পড়ে সকাল, দুপুর। 
বৃষ্টি পড়ে সন্ধ্যে, সাঁঝে
রুমুর ঝুমুর পায়েল বাজে।

বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে 
ফোটায়, ফোটায় স্নিগ্ধ সুরে,
মনটা তখন যায় হারিয়ে 
অচিনপুরে, অচিনপুরে।

                 -----------------

বদরুল বোরহান 
জাপান গার্ডেন সিটি 
আদাবর, মোহাম্মদপুর
ঢাকা-১২০৭, বাংলাদেশ 

No comments:

Post a Comment