কবিতা ।। ঘরে ফেরা হয় না আমার ।। সাজ্জাদ সাদিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

কবিতা ।। ঘরে ফেরা হয় না আমার ।। সাজ্জাদ সাদিক

 

ঘরে ফেরা হয় না আমার

 সাজ্জাদ সাদিক

 

পশ্চিমের লোহিত সূর্য বাড়ি ফেরার পথ দেখায়

অবসন্ন বিধ্বস্ত নীরব পাখিদের

চাঁদকে বলে উঠে, আয় আমি চলে যাচ্ছি এখন

সাদাকালো পৃথিবীর অগোচরে

উঠে আসা চাঁদ যেন নব গগনের রূপালি টিপ!

ঘরে ফেরার ইচ্ছা ম্লান হয়ে উঠে, নক্ষত্রগুলো

জ্বলে উঠে সুবিনয় অভ্যর্থনা জানাতে আমায়

দিগন্তে প্রবাহমান বাতাস তখন হাসনাহেনার

ব্যাপিত সৌরভে প্লাবিত।

পথের পর পথ হেঁটে শেষে ক্লান্ত হয়ে বসে পড়ি

খোলা একটা আকাশের নিচে

আমার যে নিজস্ব ছাউনি নেই, ছায়া নেই!

অবসাদ নিয়ে সন্ধ্যা হলে সবাই ঘরে ফিরে,

ঘরে ফেরা হয় না আমার।

রাত কেটে যায় কেবল নক্ষত্র, চাঁদ ও হাসনাহেনার সাথে।

 ================

মো. সাজ্জাদ হোসেন

শিক্ষার্থী, গণিত বিভাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

No comments:

Post a Comment