কবিতা ।। সাগর কিনারে ।। অঙ্কিতা পাল (বিশ্বাস) - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

কবিতা ।। সাগর কিনারে ।। অঙ্কিতা পাল (বিশ্বাস)

সাগর কিনারে

সাগর কিনারে 

অঙ্কিতা পাল (বিশ্বাস) 


উত্তাল সমুদ্র
উদাসী হাওয়ায়,
ভরিয়ে রাখে
নীল দিগন্ত।।

প্রথম ভোরের আলোয়.....
উঁড়ছে কতো পাখি -
সবুজ ঝাউএর বনানী ডাকে,
আয় রে ছুটে আয়।।

হাতে হাত রাখা
একই পথে চলা........
ভিজে বালির বাঁধে
নাম লিখে রাখা
হঠাৎ এক ঢেউ
ভাসিয়ে নিয়ে চলে.......

এভাবে সাগর জলে
কখন যে নিজেকে
হারিয়ে ফেলেছি ;
কে জানে?

মেঘ ভাঙ্গা বৃষ্টি
ঝমজমিয়ে এলো
ভিজছি দুজন
দিগবিদিক শূন্য ;
কেবলই শূন্য।।

বহু দূরে,
দেখা যাচ্ছে না কিছু ই
হোতা হতে এগিয়ে আসে -
কাগজের নৌকার মতো,
ঢেউয়ের তালে তালে
ভাসতে ভাসতে।।

এভাবে সারাটা দিন
কেটেছে কতো রঙিন,
ভেসেছি স্বপ্নের হাত ধরে।

  বসেছি সাগর কিনারে
একদমকা বাতাসে
উঁড়িয়ে দিলো যেন খোলা চুল,

চিকচিকে  জলে
চকচকে বালিয়াড়ি,
গোধূলি বেলার রাঙা আলোয়
সোনালী অভ্রের মতো।।


কাঁধে কাঁধ দিয়ে
সময়ের বালুচরে
আঁধার আসে নেমে,
সময় বয়ে যায়
স্রোতের মতো।


==============

অঙ্কিতা পাল (বিশ্বাস) 
ভাঙ্গড় দক্ষিণ চব্বিশ পরগনা

















 

No comments:

Post a Comment