কালক্ষেপন
সুভাষ সিংহ
শিখতে গিয়ে হারিয়ে যায় শৈশব
বোঝার আগে কেটে পড়ে যৌবন,
বৃদ্ধ বয়সে এসে যখন বুঝি সব জেনেছি
অলক্ষ্যে নিয়তির মুচকি হাসির
আলতো টোকায় সটান ধরনীপাত।
তা বলে অভিজ্ঞতার দাম কানাকড়ি
এমনটা মোটেও নয়,
চিতায় উঠে কিংবা দাফনে
ধীর স্থির অবিচল আমি
বরং আগুন এসে জাপটে ধরে
কিংবা মাটির সাথে মিশে যেতে যেতে
জটিল অঙ্কগুলো মেলাতে থাকি
সকল অন্তঃসারশূন্য সময়ের কালক্ষেপন।
===============
সুভাষ সিংহ
আমলাগোড়া, পশ্চিম মেদিনীপুর

Comments
Post a Comment