কবিতা ।। জীবন সাদা-কালো ।। মো. নজরুল ইসলাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

কবিতা ।। জীবন সাদা-কালো ।। মো. নজরুল ইসলাম

জীবন সাদা-কালো 

মো. নজরুল ইসলাম 


সংসার মাঝে জীবন তরী 
ভালো মন্দের জীবন গড়ি 
আলোর পথে ডাকে, 
মানুষ চলছে আশার তরে 
কান্না হাসির হিড়িক পড়ে 
জীবন চলতে থাকে। 

জীবন তরীর নোঙ্গর বাঁধে 
তীরে উঠলেই পড়বে ফাঁদে 
হুঁশ জ্ঞান রেখে চলো,
জীবন যাচ্ছে নানান চালে 
বন্ধুর গতির জীবন কালে 
একটু ভেবেই বল।

নদীর জলে ঢেউয়ের তালে 
জীবন উড়বে আপন হালে 
হাওয়া বইছে বলে, 
এমনি ভাবেই জীবন কালে 
সুখের জীবন দোলাচালে 
জীবন দৌড়ে চলে। 

ক্ষণিক সুখে ক্ষণিক দুখে 
হাসির আভা ঝলক মুখে 
প্রাণের তরে হাসছে, 
জীবন গতি জীবনের ন্যায় 
আয়ুর ইজা হিসাবের ব্যয় 
আপন তালে ভাসছে। 

লড়াই চলছে জানি আলোর 
জীবন খানি সাদা কালো'র 
আরাম থাকার জন্য, 
জীবনের খাত নিজে ত্বরায় 
হাসি কান্নায় জীবন গড়ায় 
মানব সমাজ গণ্য। 

চলার পথেই বাঁধার পাহাড় 
গাধার মতো দেখায় বাহার 
সামনে যেতেই হবে, 
বাঁচার লড়াই জীবনের জয় 
লড়াই করেই বাঁচাতে হয় 
জীবন সুখের রবে। 

আশার প্রদীপ জ্বেলে জাগে 
দেহের তেলে পুলক লাগে 
প্রেমের ছোঁয়া পেয়ে, 
বিদায় বেলায় নিঠুর খেলায় 
ভালোবাসার মিলন মেলায় 
জীবন ছুটছে ধেয়ে। 

ঝড়ের সাথেই করছে লড়াই 
জীবন নিয়ে চলছে বড়াই 
কাংখিত সুখ আশে, 
চলার পথেই জড়ায় প্রেমে 
মন ময়ূরীর নাচ যায় থেমে 
কথার চালেই ফাঁসে। 

নিজের ভেবেই ভুবন মাঝে 
ভুবন জুড়ছে রঙিন সাজে 
সবাই আপন দেশে, 
জোয়ার ভাটার নদীর জলে 
আগায় যাওয়ার সময় হলে 
যাওয়া হবেই শেষে। 

জীবন মানেই সামনে চলো 
আগ বাড়িয়ে ন্যায়টা বলো 
সৎ আদর্শের বাঁচা, 
একদিন থামবে চলার গতি 
মনের জাগবে দোসর মতি 
নশ্বর দেহের খাঁচা। 

====================


মো. নজরুল ইসলাম 
গ্রাম : তিনচৌদিয়া ( ডিঙ্গললোঙ্গা)  
ডাকঘর : পোমরা 
উপজেলা : রাঙ্গুনিয়া 
জেলা : চট্টগ্রাম 
বাংলাদেশ। 







No comments:

Post a Comment