চিঠি
শামীম নওরোজ
ফেসবুকে আপনার ছবি দেখে শিহরিত হই
ফেসবুকে আপনার কবিতা পড়ে পুলকিত হই
মন খারাপের দিনগুলো চলে গেলে
আপনার খোঁপায় পরাবো দুলিচাঁপা ফুল
শ্যামবর্ণ চোখের চাহনি দেখে মুগ্ধতা রোদ্দুর হয়ে যাচ্ছে
যে গেছে তাকে আর ফিরিয়ে আনা কেন
আপনি বেহুলা হলে
আমি হবো লখিন্দর
মন খারাপের কিছু নেই
হাসবেন
মন খুলে হাসবেন
আপনার জন্য ভালোবাসা অনুভূত হয়
এক অন্ধকার রাতে দু'জন পাশাপাশি বসে পুলকিত হবো
এক অন্ধকার রাতে দু'জন পাশাপাশি শুয়ে শিহরিত হবো
সকালে ফেরার সময়
আপনার বুকের উপর রেখে আসবো কাঁচুলির মায়া
হাসবেন
মন ভরে হাসবেন
ভালোবাসা অশেষ
------------------
শামীম নওরোজ
ঝর্ণা ভিলা,
বাড়ি নং : ২৭,
সাদাতিয়া সড়ক,
পাগলা কানাই,
ঝিনাইদহ : ৭৩০০.
বাংলাদেশ।

Comments
Post a Comment